Registration

Registration

সম্মেলনের নিবন্ধন সংক্রান্ত তথ্যসমূহ

কাউকে পেছনে রাখা যাবে না – টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০-এর এই স্পৃহায় উদ্বুদ্ধ হয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজন করছে “নাগরিক সম্মেলন ২০১৭: বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন”। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে এসডিজি অভীষ্টগুলোর তাৎপর্য সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠী কোনোভাবেই যেন এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ার সুফল থেকে বঞ্চিত না হয় এ ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা। সেই সাথে, এসডিজি বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকাকে কার্যকর ও দৃশ্যমান করা।

এই সম্মেলনে অংশগহণের জন্য সকলধরণের প্রতিনিধিকে সম্মেলনের আগেই অনলাইন নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর শুধুমাত্র অনুমোদিত প্রতিনিধিগণই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন

 

এই সম্মেলনে অংশগ্রহণের জন্য নিম্নলিখিত প্রতিনিধিগণ নিবন্ধন করতে পারবেন-

  • প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি [শুধুমাত্র প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠানের জন্য]
  • অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি [প্ল্যাটফর্মের সহযোগী নয় এমন প্রতিষ্ঠানের জন্য]
  • সরকারি কর্মকর্তা ও এসডিজি ফোকাল পার্সন [শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য]
  • সাংবাদিক [খবরের দায়িত্ব নয় বরং অংশগ্রহণকারী হিসেবে আগ্রহী সাংবাদিকদের জন্য]
  • ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি [বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিদের জন্য]
  • অন্যান্য পেশাজীবী [বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ গণ]